ফের দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসী আরাকান আর্মি

0
26

সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরের মৌলর শীল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা দুটি ট্রলারসহ ১২ জেলেকে আটক করে নিয়ে যায় মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি।

আরাকান আর্মির হেফাজতে থাকা এসব জেলে সেন্টমার্টিনের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি মোঃ আজিম উদ্দিন।

সেন্টমার্টিনের বাসিন্দা জেলে আব্দুল গফুর জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের ছেঁড়াদিয়া এলাকায় জেলেরা মাছ ধরছিলেন। এ সময় সেন্টমার্টিনের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর আহমেদের মালিকানাধীন ট্রলারটির ইঞ্জিন বিকল হলে নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে স্রোতের নির্দিষ্ট গন্তব্য থেকে সরে অন্যদিকে চলে যায়। এসময় আরাকান আর্মির সদস্যরা ট্রলারে থাকা ৬ জেলেকে ধরে নিয়ে যায়।

অন্যদিকে সেন্টমার্টিন ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইলিয়াসের মালিকানাধীন আরও একটি ট্রলারে থাকা ৬ জেলেকে ট্রলারসহ আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। আব্দুল গফুর আরও বলেন, ইলিয়াসের মালিকানাধীন ট্রলারটি বঙ্গোপসাগরে কোন অংশ ধরে নিয়ে গেছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি

এর আগে ১৮ নভেম্বর টেকনাফ পৌরসভা বোট ঘাটের দুটি ট্রলারসহ ১৬ জন জেলেকে বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারের সময় আটক করে নিয়ে যায় সন্ত্রাসী আরাকান আর্মি।


তথ্যসূত্র:
১। দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
– https://tinyurl.com/nxa7283f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জে কৃষকের গরু-ছাগল নিয়ে গেল ডাকাত দল, ছুরিকাঘাতে আহত ৪
পরবর্তী নিবন্ধজামায়াত প্রার্থীর প্রচারে বিএনপি নেতাকর্মীদের হামলা-গুলি