নানগারহার প্রদেশে কমলা উৎপাদন ২৫% বৃদ্ধি পেয়েছে

0
52

নানগারহার প্রদেশে এ বছর কমলা উৎপাদন গত বছরের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর প্রদেশটিতে প্রায় ৩,৫০০ মেট্রিক টন কমলা উৎপাদিত হলেও এ বছর উৎপাদন প্রায় ৫,০০০ থেকে ৫,৫০০ মেট্রিক টনে পৌঁছাবে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলোর অধিদপ্তরের মুখপাত্র মোহাম্মদ নবি বাহার জানান, ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন এলাকায় নতুন কমলা বাগান স্থাপন করায় উৎপাদন বেড়েছে।

অন্যদিকে, বাগান মালিকেরা বলছেন, পাকিস্তানের টর্কহাম ক্রসিং বন্ধ থাকায় তাদের বাজার আরও বিস্তৃত হয়েছে। তারা চান কমলা সংগ্রহ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এই ক্রসিং বন্ধ রাখা হোক। নানগারহারের এক বাগান মালিক জাহির শাহ বলেন, “পাকিস্তানের ক্রসিং খুলে গেলেও পাকিস্তানি কমলা ও কিন্নো আমদানি বন্ধ রাখতে হবে। আমাদের নিজেদের উৎপাদনই পুরো আফগানিস্তানের চাহিদা পূরণে সক্ষম।”

এ বছরের ভাল ফলনে অন্য বাগান মালিকেরাও সন্তুষ্ট। তারা আশা করছেন, পাকিস্তান থেকে কমলা আমদানি এ মৌসুমে বন্ধ থাকবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে দেশে উৎপাদিত কমলা যথাযথ প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং এবং রপ্তানির সুযোগ তৈরি হলে তা শুধু বাগান মালিকদের আয় বাড়াবে না, জাতীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।


তথ্যসূত্র:
1. Nangarhar Tangerine Yield Increases by 25% This Year
– https://tinyurl.com/6xur4kjt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকায় মধ্যরাতে বাসে আগুন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ফারিয়াব-সারেপুল সড়কের প্রথম ৩০ কিলোমিটার অংশের নির্মাণ কাজ শুরু