
গত ২৮ নভেম্বর তুরস্কের শিল্পপতি ও ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন মুসিয়াদ (MUSIAD) এর সভাপতি ও সদস্যবৃন্দের সাথে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ।
বৈঠকে আফগানিস্তানে ব্যবসা ও বিনিয়োগের ব্যাপক সুযোগ প্রসঙ্গে তিনি আলোচনা উপস্থাপন করেছেন। আফগানিস্তানের খনিজ, কৃষি, বিদ্যুৎ, তৈরি শিল্প ও পরিবহন খাতে বিদ্যমান সক্ষমতা সম্পর্কে তিনি আলোকপাত করেন। তিনি আফগানিস্তানে বিনিয়োগের ক্ষেত্রে তুরস্কের বিনিয়োগকারীদের প্রতি পূর্ণ সমর্থনের ব্যাপারে আশ্বস্ত করেছেন।
অপরদিকে আফগানিস্তানে বিনিয়োগ ও বাণিজ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন বৈঠকে অংশগ্রহণকারী ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ। তারা আফগানিস্তানে তুরস্ক ভিত্তিক মুসিয়াদ সংগঠনের একটি শাখা খোলার ব্যাপারে একমত পোষণ করেছেন।
তুরস্ক উল্লেখ করেছে যে, বর্তমানে আফগানিস্তান তাদের বেসরকারি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য যে, মুসিয়াদ (MÜSİAD) তুরস্কের অন্যতম বৃহত্তম ও সর্বাধিক প্রসিদ্ধ অর্থনৈতিক সংগঠন। এটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। তুরস্কের বৃহৎ, মাঝারি ও ছোট পরিসরের অসংখ্য শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত।
এটি বিশ্বের বিভিন্ন দেশে সক্রিয়ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে আফগানিস্তানের সাথেও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী এই সংগঠন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3czthre4


