পাবলিক নিলামে প্রায় ৮,৭৮৫ কেজি মূল্যবান পাথর বিক্রি করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান

0
109

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে এক পাবলিক নিলামে প্রায় ৮,৭৮৫ কেজি মূল্যবান পাথর বিক্রি হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১১১,৫৫৭,০০০ আফগানি। নিলামকৃত পাথরগুলোর মধ্যে ছিল কুনজাইট, কোয়ার্টজ এবং বেরিল।

২৯ নভেম্বর, শনিবার নুরিস্তান প্রদেশের দোয়াব জেলার মাউই এলাকায় এই নিলাম অনুষ্ঠিত হয়। এই পাথরগুলো মাউই খনি থেকে উত্তোলন করা হয়েছে এবং নিলামের মাধ্যমে প্রাপ্ত আয়ের একটি বড় অংশ জাতীয় কোষাগারে জমা হবে।

এর আগে নুরিস্তান প্রদেশের দোয়াব জেলার এই খনি থেকে প্রায় আট টন মূল্যবান পাথর বিক্রি করা হয়েছে, যার বাজার মূল্য ছিল প্রায় ১৫ কোটি আফগানি।

উল্লেখ্য যে, আফগানিস্তানের অন্যান্য প্রদেশে যেমন কুন্দুজ, পাঞ্জশির এবং জাবুলেও মুল্যবান রত্ন পাথরের মজুদ রয়েছে এবং সেসব এলাকায়ও ইমারাতে ইসলামিয়ার তত্বাবধানে রত্ন পাথর বিক্রি করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.8,785 kilograms of precious and semi-precious stones were sold
– https://tinyurl.com/fyub9bbu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
পরবর্তী নিবন্ধলাঘমানে ফিরে আসা শরণার্থী পরিবারের জন্য ১০৫০ একর জমি বণ্টন শুরু