
অস্ত্রধারীদের নিরাপদ জোনে পরিণত হয়েছে কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়ন। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বাহারছড়ায় চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় অস্ত্রের মুখে ৬ কিশোরকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে ডাকাত দল। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
অপহৃত কিশোররা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ শীলখালীর অছিউর রহমানের ছেলে মো. মামুন (১৪), আবুল কাসেমের ছেলে আনোয়ার হোসেন (১৬), মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (১৭), হাসান আলীর ছেলে আবু বক্কর ছিদ্দিক (১৪), আইয়ুব আলীর ছেলে মো. শাহিন (১৫), মো. আব্দুল্লাহর ছেলে মো. ইসমাইল (১৪)। তবে অপহৃতদের মধ্যে মো. শাহিন ও মো. ইসমাইল কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে।
বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় শিশু-কিশোররা খেলাধুলা শেষে চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় পাহাড় থেকে নেমে আসা ১০-১২ জন অস্ত্রধারী ডাকাত তাদের ছয়জনকে জিম্মি করে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায়।
শীলখালীর বাসিন্দা আজিজ উল্লাহ জানান, বঙ্গোপসাগর ও পাহাড় বেষ্টনীর এই বাহারছড়া ইউনিয়নে চুরি, ডাকতি, অপহরণ, মুক্তিপণ নিত্যদিনের ঘটনা। এখানকার মানুষ বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। টেকনাফের পাহাড়সংলগ্ন গ্রামের একটি চায়ের দোকানে বসা ৬ কিশোরকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করেছে সশস্ত্র ডাকাতরা। তবে অপহৃতদের মধ্যে দুইজন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা পাহাড়ে অভিযান চালায়। তবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
তথ্যসূত্র:
১। চায়ের দোকান থেকে অস্ত্রের মুখে ৬ কিশোর অপহরণ
– https://tinyurl.com/y3k8as4u


