
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গজনি প্রদেশের নাওয়া ও গিলান জেলায় দুটি পানি সরবরাহ নেটওয়ার্কের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। গ্রামীণ পুনর্গঠন ও উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রকল্প বাস্তবায়নে ২০ মিলিয়ন আফগানিরও বেশি ব্যয় হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুটি নেটওয়ার্ক চালু হওয়ার ফলে মোট ৮০০ পরিবার এখন বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পাচ্ছে। কর্মকর্তারা জানান, এসব প্রকল্প চালু হওয়ায় স্থানীয় মানুষের দীর্ঘদিনের নিরাপদ পানির চাহিদা পূরণ হবে এবং গ্রামীণ জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
প্রকল্পটি স্থানীয় বহু শ্রমিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। সৌরচালিত এই প্রকল্পটি বিশুদ্ধ পানি সরবরাহের টেকসই সমাধান নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. wo water supply networks in the Nawa and Gilan districts of Ghazni province have been completed
– https://tinyurl.com/5ej3bhyh


