
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভার নেতারা গভীর উদ্বেগের সঙ্গে বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গত ৩০ নভেম্বর অন্যায়ভাবে দুইজন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। এরপর চাপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা করে ভারত আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তারা বলেন, ভারতের কাছ এই হত্যাকাণ্ডের ঘটনার তাৎক্ষণিক জবাবদিহি আদায় করতে বাংলাদেশ সরকার আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিগত সময়ে সীমান্তে ভারত কর্তৃক অন্যায়ভাবে সংঘটিত সব হত্যাকাণ্ডের জবাব বাংলাদেশকে চাইতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে এর বিচার দাবি করতে হবে।
গত বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ হাফিযাহুল্লাহ। এতে দলের নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, জাতীয় তদন্ত কমিশন কর্তৃক পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের রিপোর্টের আলোকে অবিলম্বে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ন্যায়বিচারের স্বার্থে এর বিকল্প নেই।
তথ্যসূত্র:
১। সীমান্তে হত্যাকাণ্ডের জবাব চাইতে হবে: খেলাফত মজলিস
– https://tinyurl.com/3krxf5zw


