
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তান দৃঢ় নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত দুই দেশের বাণিজ্য ও ট্রানজিট রুট পুনরায় খোলা হবে না। ইসলামাবাদকে এ নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে এসব করিডোরকে আর রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানান, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সীমান্ত রুটগুলো বন্ধ করে দিয়েছে, যার ফলে ডুরান্ড লাইনের দুই পাশের জনগণই গুরুতর ক্ষতির মুখে পড়েছে।
মুজাহিদ জানান, আফগানিস্তান বর্তমানে আঞ্চলিক বিভিন্ন অংশীদারের মাধ্যমে প্রয়োজনীয় আমদানি চালিয়ে যাচ্ছে। তাই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পুনরায় শুরু করার কোনো তাড়াহুড়ো নেই। দৃঢ় নিশ্চয়তা ছাড়া কোনো বাণিজ্য রুট খোলা হবে না।
তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া চায় বাণিজ্য “সম্মানজনক ও পারস্পরিক লাভজনক” হোক। তাই বাণিজ্য রুট পুনরায় খুলতে হলে পাকিস্তানকে প্রতিশ্রুতি দিতে হবে যে বাণিজ্য ও ট্রানজিট করিডোর রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে।
মুজাহিদ হাফিযাহুল্লাহ আরও বলেন, “পাকিস্তান সরকারের কাছ থেকে দৃঢ় নিশ্চয়তা পাওয়া গেলে তবেই বাণিজ্য রুট পুনরায় চালু হবে।”
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ব্যবসায়ীদের অধিকার সুরক্ষিত রাখা, সীমান্ত ট্রানজিট স্থিতিশীল করা এবং জনগণের অর্থনৈতিক প্রয়োজন যাতে রাজনৈতিক বিরোধের শিকার না হয়, এটা নিশ্চিত করাই এখন ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার। রুট খুলে দেওয়ার যেকোনো সিদ্ধান্ত হতে হবে পারস্পরিক সম্মান ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে।
তথ্যসূত্র:
1. IEA demands assurances from Islamabad before trade routes reopen
– https://tinyurl.com/38y6z7n8


