
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক বিষয়ক উপমন্ত্রী ক্বারী আবদুল ওয়ালী সিদ্দিকী হাফিযাহুল্লাহ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শেখ জায়েদ জাতীয় ও বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেছেন। হাসপাতালের চিকিৎসা সেবা, প্রশাসনিক কার্যক্রম এবং বিদ্যমান সক্ষমতা সরেজমিনে মূল্যায়নের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন কাবুলের বিশেষায়িত হাসপাতালসমূহের পরিচালক ডা. আমিনুল্লাহ মোমান্দ হাফিযাহুল্লাহ। প্রতিনিধিদল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসা সেবার বর্তমান অবস্থা, ব্যবস্থাপনা কাঠামো এবং সেবার সামগ্রিক মান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
পরিদর্শন শেষে আবদুল ওয়ালী সিদ্দিকী হাফিযাহুল্লাহ বলেন, চিহ্নিত সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো সংশ্লিষ্ট বিভাগসমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
একই সঙ্গে তিনি মানসম্মত ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, প্রশাসনিক সমন্বয় জোরদার করা এবং হাসপাতালের জরুরি চাহিদা পূরণের ওপর গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সুপারিশও প্রদান করা হয়।
এই পরিদর্শন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর, সুসংগঠিত ও মানসম্মত করে গড়ে তোলার লক্ষ্যে সরকারের চলমান প্রচেষ্টারই অংশ। শেখ জায়েদ জাতীয় ও বিশেষায়িত হাসপাতালের সমস্যা ও প্রয়োজন নিরূপণের মাধ্যমে ভবিষ্যতে সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
তথ্যসূত্র:
1. MoPH Delegation Reviews Healthcare Services at Sheikh Zayed National and Specialized Hospital
– https://tinyurl.com/msm4anze


