আফগান–কিরগিজ বাণিজ্যে নতুন দিগন্ত: কাবুলে একশ সাতান্ন মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

0
29

আফগানিস্তান ও কিরগিজস্তানের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাবুলে অনুষ্ঠিত হয়েছে উভয় দেশের বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংযোগ সম্মেলন। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন খাতে দুই দেশের দশটি প্রতিষ্ঠানের মধ্যে মোট ১৫৭ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়।

১৭ ডিসেম্বর, বুধবার কাবুলে অনুষ্ঠিত এই সম্মেলনে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরউদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ বলেন, সম্মেলনের মূল লক্ষ্য হলো বিদ্যমান বাণিজ্যিক সুযোগ চিহ্নিত করা, প্রতিবন্ধকতা দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। তিনি এ উপলক্ষে কাবুলে কিরগিজস্তানের একটি ট্রেড হাউস স্থাপনের ঘোষণা দেন এবং একই সঙ্গে বিশকেকে আফগানিস্তানের নিজস্ব ট্রেড হাউস স্থাপনের পরিকল্পনার কথাও জানান।

মন্ত্রী নূরউদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তান ও কিরগিজস্তান ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে পরস্পর-সম্পূরক দুটি দেশ। আফগানিস্তান দক্ষিণ ও পশ্চিম এশিয়ার সংযোগস্থলে কৌশলগত অবস্থান ধারণ করে আছে, আর কিরগিজস্তান মধ্য এশিয়া ও ইউরেশীয় অর্থনৈতিক জোটের বাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ দ্বার। এই বাস্তবতা উভয় দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের অনন্য সুযোগ সৃষ্টি করেছে।

সম্মেলনে কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রী বাকিত সিদিকভ বলেন, কাবুল ও বিশকেকের মধ্যে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধিতে তার দেশ আগ্রহী। তিনি জানান, কিরগিজস্তান আফগান বাজারে খাদ্যপণ্য, শিল্পজাত দ্রব্য, বস্ত্র, নির্মাণসামগ্রীসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রপ্তানি সম্প্রসারণ করতে চায়। তিনি আরও বলেন, ট্রেড হাউস সরাসরি কোম্পানিগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন, পণ্য পরিবহন ব্যবস্থাপনা এবং বাণিজ্য বৈঠক আয়োজনের একটি কার্যকর মঞ্চ হিসেবে কাজ করবে। এর আগে উজবেকিস্তানের তিরমিজ অঞ্চলে কিরগিজ প্রজাতন্ত্রের একটি ট্রেড হাউস চালু করা হয়।

সম্মেলনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে সিমেন্ট, তাজা ফল ও শাকসবজি, ওষুধ, কারিগরি সহায়তা, পরিবহন ও ট্রানজিট, টেলিযোগাযোগ এবং নিরাপত্তা ক্যামেরাসহ বিভিন্ন খাতে দশটি প্রতিষ্ঠানের মধ্যে মোট একশ সাতান্ন মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়।

এদিকে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান সাইয়্যিদ করিম হাশেমি বলেন, আফগানিস্তানে বিদ্যমান বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে চেম্বারটি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে টেকসই ও মৌলিক সহযোগিতা গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি জানান, ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন তৈরি, বাণিজ্য সহজীকরণ, প্রতিবন্ধকতা অপসারণ এবং যৌথ প্রদর্শনী আয়োজনে চেম্বার সক্রিয় ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, কিরগিজ অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে এই প্রতিনিধিদল এমন এক সময়ে আফগানিস্তান সফরে এসেছে, যখন কাবুল ও ইসলামাবাদের মধ্যে বাণিজ্য কার্যক্রম দুই মাসেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে। এই পরিস্থিতি আফগানিস্তানের বাণিজ্যিক দিগন্তে নতুন সুযোগ সৃষ্টি করেছে এবং মধ্য এশিয়ার দেশগুলোর আগ্রহকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।


তথ্যসূত্র:
1. Afghanistan, Kyrgyzstan Sign $157M Deals, Launch Trade Houses
– https://tinyurl.com/yc2yr7dc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্যারাট্রুপিংয়ে অংশ নিয়েছিল জুলাই আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দেয়া সেনা কর্মকর্তা
পরবর্তী নিবন্ধসোমালিয়ার কৌশলগত নুউর-দুগল এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন