অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি: ডা. আব্দুল আহাদ

0
66

সিঙ্গাপুরে অস্ত্রোপচার শেষে শরিফ ওসমান হাদির মৃত্যুর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান।

ডা. মো. আব্দুল আহাদ বলেন, ‘বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ওসমান হাদির পরিবার অস্ত্রোপচারের জন্য সম্মতি দেয়। এরপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ‘অপারেশন শেষ হওয়ার পর আর কোনো আপডেট পাওয়া যায়নি। পরে সরাসরি তার মৃত্যুর খবর জানানো হয়’।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/4khz79br

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রথম আলোর পর ডেইলি স্টার কার্যালয় ভাংচুর করছেন বিক্ষুব্ধ জনতা
পরবর্তী নিবন্ধশুক্রবার হাদির লাশ দেশে আনা হবে: ডা. আব্দুল আহাদ