
আফগানিস্তানের বাদাখশান প্রদেশে একটি গোপন আস্তানাকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইমারাতে ইসলামিয়ার স্পেশাল বাহিনী। সূত্রমতে, মঙ্গলবার রাতে বাদাখশানের ফাইজাবাদ শহরে এই অভিযান পরিচালনা করা হয়।
ধারণা করা হচ্ছে, উক্ত আস্তানায় সম্প্রতি আফগান-তাজিক সীমান্তের নিকটে তাজিকিস্তানের খাতলুন প্রদেশে হামলার সাথে জড়িত সন্দেহভাজন বেশ কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিল। গত ২৭ নভেম্বর তাজিকিস্তানের খাতলুন প্রদেশে উক্ত হামলায় তিন চীনা নাগরিক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছিল তাজিক পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইমারাতে ইসলামিয়ার স্পেশাল বাহিনীর সাম্প্রতিক অভিযানে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামাদিসহ এক সন্দেহভাজনকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
সূত্র আরও জানায়, প্রাথমিক তদন্ত ও আটককৃত ব্যক্তির প্রাথমিক স্বীকারোক্তি ইঙ্গিত দেয় যে, খাতলুন প্রদেশে সংঘটিত হামলাটির পরিকল্পনা আফগানিস্তানের বাইরে থেকে পরিচালিত হয়েছিল।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3phk8743


