সন্ধ্যায় দেশে আসছে হাদির লাশ, জানাযা শনিবার

0
7

শরিফ ওসমান হাদির লাশ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির সম্ভাব্য অবতরণের সময় সন্ধ্যা ৬টা ০৫ মিনিট।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) তার লাশ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে এবং আগামীকাল শনিবার জানাযা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে জানায় ইনকিলাব মঞ্চ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শরিফ ওসমান হাদির লাশ শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুর ছাড়বে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির সম্ভাব্য অবতরণের সময় সন্ধ্যা ৬টা ০৫ মিনিট।

বাংলাদেশে শহীদ ওসমান হাদির জানাযা, শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, লাশ দেশে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


তথ্যসূত্র:
১। ওসমান হাদির জানাজা কখন-কোথায়
– https://tinyurl.com/3dzw6h4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান-তাজিক সীমান্তে হামলায় জড়িতদের বিরুদ্ধে ইমারাতে ইসলামিয়ার স্পেশাল বাহিনীর অভিযান
পরবর্তী নিবন্ধকিরগিজস্তানের সাথে ইমারাতে ইসলামিয়ার ১৫ কোটি ৬০ লক্ষ ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর, কাবুলে কিরগিজ বাণিজ্য ভবন উদ্বোধন