
কাবুলে অনুষ্ঠিত আফগানিস্তান-কিরগিজস্তান বাণিজ্য বৈঠকে ১৫ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলারের অধিক মূল্যে একটি বাণিজ্যিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর এই তথ্য প্রদান করেছে ইমারাতে ইসলামিয়ার বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন ইমারাতে ইসলামিয়ার বাণিজ্য ও শিল্পমন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ, কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রী এবং উভয় দেশের বেসরকারি খাতের প্রতিনিধিবৃন্দ।
এছাড়া গত ১৭ ডিসেম্বর উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে রাজধানী কাবুলে কিরগিজ বাণিজ্য ভবন উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগ দুই দেশের বেসরকারি খাতের মধ্যে একটি সেতুবন্ধন বলে অভিহিত করেছেন মৌলভী আজিজি হাফিযাহুল্লাহ।
মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই দেশের বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে বিজনেস টু বিজনেস বৈঠকের ফলে বিভিন্ন খাতে ১৫ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলারের অধিক মূল্যে বাণিজ্যিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৈঠকে স্বর্ণ, ওষুধ, জুতো, টেলিযোগাযোগ, খনি ও জ্বালানি, লজিস্টিকস ও পরিবহন, কৃষি, নির্মাণসামগ্রী ও ব্যাংকিং সহ বিভিন্ন খাতে বাণিজ্য সম্প্রসারণে আলোচনা উত্থাপিত হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mruudsz3


