ভারতের মুসলিমদের প্রকৃতির পূজা করা উচিত বলে বিতর্কিত মন্তব্য করেছে উগ্র হিন্দুত্ববাদী নেতা

0
8

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর সিনিয়র নেতা দত্তাত্রেয় হোসাবালে মন্তব্য করেছে, হিন্দু ধর্ম সর্বশ্রেষ্ঠ, পরিবেশ ও স্বাস্থ্যগত কারণে ভারতের মুসলমানদের উচিত নদী, গাছ ও সূর্যের মত প্রাকৃতিক উপাদানের পূজা করা!

উত্তরপ্রদেশের সন্ত কবীর নগর জেলায় গত মঙ্গলবার এক অনুষ্ঠানে ভাষণের সময় সে এই মন্তব্য করেছে। তার মন্তব্যে সে হিন্দু রীতিনীতিকে সামাজিক ও পরিবেশগত আদর্শ হিসেবে উপস্থাপন করেছে, মুসলমানদের তা গ্রহণের জন্য পরামর্শ জানিয়েছে। এমন বক্তব্যে মুসলমানসহ সচেতন শ্রেণীর মানুষদের মধ্যে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

সে আরও বলেছে, ভারতের মুসলমানরা যদি সূর্য নমস্কার করে, তবে তাদের কি কোনও অপরাধ হবে? তাদের কি কোনও ক্ষতি হবে? তাদেরকে মসজিদে যেতে তো বাধা দেওয়া হচ্ছে না। তারা নামাজও পড়বে।

সে দাবি করেছে, আমাদের হিন্দু ধর্মই সর্বোচ্চ। এটি সবার পক্ষে কথা বলে। সূর্যকে নমস্কার করা বৈজ্ঞানিক ও স্বাস্থ্যকর হিসেবে দেখা উচিত বলে সে উল্লেখ করেছে। তার যুক্তি প্রকৃতির পূজা নাকি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এবং সব সম্প্রদায়ের অনুসারীদের জন্য উপকারী। এই ঐতিহ্যগুলো প্রকৃতির সুরক্ষা ও সামষ্টিক কল্যাণের সাথে যুক্ত বলে সে উদ্ভট দাবি তুলে ধরেছে।

সে আরও দাবি করেছে, ভারতের সংস্কৃতির শিকড় এক। উপাসনার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু ধর্ম একটাই – সনাতন।

অপরদিকে তার এই বক্তব্য ভিন্ন ধর্মের অনুসারী বিশেষত মুসলমানদের উপর জোরপূর্বক হিন্দু সংস্কৃতি চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছেন সচেতন সমাজ। একই সাথে তা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধান বিরোধী বলেও জোরালোভাবে তুলে ধরেছেন সমালোচকগণ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5xd7jvwh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে রাষ্ট্রপতির প্রতিনিধিদলের বিমান লক্ষ্য করে জেএনআইএম এর ক্ষেপণাস্ত্র হামলা