
পাকিস্তানে ডুরান্ড লাইনের নিকটে সম্প্রতি এক সিনিয়র দায়েশ সদস্য গ্রেপ্তার হয়েছে। যা ইমারাতে ইসলামিয়া কর্তৃক এই অঞ্চল দায়েশ খারেজি গোষ্ঠীর উপস্থিতি ও তাদের ক্রিয়াকলাপ সম্পর্কে ইতোপূর্বে জারি করা সতর্কতাকে সত্যায়ন করেছে।
সম্প্রতি তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (MIT) আফগান-পাকিস্তান ডুরান্ড লাইন এলাকায় এক অভিযানে একজন তুর্কি নাগরিক গ্রেপ্তার করেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি দায়েশ খারেজি গ্রুপের জ্যেষ্ঠ সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।
আরিয়ানা নিউজকে দেওয়া এক অডিও বার্তায় ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, ডুরান্ড লাইনের ওপারে পাকিস্তান অংশে দায়েশের গোপন আস্তানা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। এই তথ্য গণমাধ্যমে প্রকাশ্যে তুলে ধরা হয়েছিল।
তিনি বলেন, আমরা মিডিয়ার মাধ্যমে স্পষ্টভাবে বিষয়টি উপস্থাপন করেছি এবং সংবাদ সম্মেলনে বিষয়টি বারবার উত্থাপন করেছি। সাম্প্রতিক গ্রেপ্তারের ঘটনায় এর প্রমাণ মিলেছে।
তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক গ্রেপ্তার ঘটনা থেকে প্রমাণ হয়, ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তান অংশে দায়েশ ঘাঁটি স্থাপন করেছে এবং উক্ত গোষ্ঠীর জ্যেষ্ঠ ব্যক্তিরা ওই অঞ্চলে উপস্থিত ছিল।
সূত্রমতে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মেহমেত গোরেন, সে দায়েশ খোরাসান শাখায় সক্রিয় ছিল। এছাড়া আফগানিস্তান, পাকিস্তান, তুরস্ক ও ইউরোপের বেশ কয়েকটি দেশে বেসামরিক নাগরিকদের উপর আত্মঘাতী হামলা সংগঠিত করার সাথে জড়িত ছিল এই ব্যক্তি।
গোয়েন্দা তথ্যে জানা যায়, গোরেন তুরস্ক থেকে আফগান-পাকিস্তান ডুরান্ড লাইন এলাকায় ভ্রমণ করেছিল, সেখানে সে দায়েশ ঘাঁটিতে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং ধীরে ধীরে এই গোষ্ঠীর সিনিয়র সদস্যে পরিণত হয়েছিল।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/36kfar3n


