অতীতে আফগানিস্তানে আত্মরক্ষার জন্য অস্ত্র ছাড়া চলাফেরা কঠিন ছিল, আর এখন নিরস্ত্র হয়ে নিশ্চিন্তে চলাফেরা করা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী

0
12

ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তানে এমন একটি সময় গেছে যখন নিজের আত্মরক্ষার জন্য অস্ত্র বহন ছাড়া চলাফেরা করা অত্যন্ত কঠিন ছিল। দেশের গ্রাম, জেলা ও প্রদেশের বিভিন্ন সম্প্রদায় নিজস্ব নিরাপত্তার জন্য সশস্ত্র দল প্রস্তুত রাখত এবং নিজেরাই নিরাপত্তা কর্মী নিয়োগ করত।

কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই, আমাদের প্রবীণ, সহকর্মী, কর্মকর্তাবৃন্দ নিরস্ত্র অবস্থায় সারাদেশে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে চলাফেরা করতে পারছেন।

গত ২৫ ডিসেম্বর মন্ত্রণালয়ের পুলিশ একাডেমির অন্তর্গত কর্মকর্তাবৃন্দের স্নাতক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই সকল কথা বলেন।

তিনি ইমারাতে ইসলামিয়ার পুলিশ ও সেনাবাহিনীর সক্ষমতার প্রশংসা করেছেন। তিনি বলেন, যদি আমাদের নিরাপত্তা বাহিনীতে কোন দুর্বলতা থাকত, তবে আমরা এই উন্নত নিরাপত্তা অবস্থার সাক্ষী হতাম না। মহান আল্লাহর অনুগ্রহেই এই নিরাপত্তা অবস্থা নিশ্চিত হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/34wuuk5p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরাখণ্ডে এক কাশ্মীরি মুসলিম ব্যবসায়ীকে হেনস্থা ও হত্যার হুমকি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা
পরবর্তী নিবন্ধআমদানিনির্ভরতা থেকে বেরিয়ে রপ্তানিকারক দেশে রূপান্তরিত হচ্ছে ইমারাতে ইসলামিয়া