১৪ ভারতীয় নাগরিককে পুশইনে বিজিবির বাধা, পতাকা বৈঠকে ফেরত

0
18

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে বিজিবি বাধা দিয়েছে। বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানালে পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মদনের ঘাট সীমান্ত দিয়ে একই পরিবারের ৬জন পুরুষ, ৪জন নারী ও ৪জন শিশুসহ ১৪ জন ভারতীয় নাগরিককে ভারতের বাউশমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের উড়িষ্যা প্রদেশের জগতসিংহপুর জেলার তারিকুন্ড গ্রামের শিশুসহ ১৪জন নারী-পুরুষকে সীমান্ত পিলার ১৫৭/১-এস হতে ৬০গজ দূরবর্তী ভারতের বাউশমারী সীমান্ত দিয়ে বিএসএফ বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল তাদের পুশইনে বাঁধা দেয়।

এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানালে বৃহস্পতিবার দুপুর ১.৪০টায় চাইডোবা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৭-এস হতে ১০গজ ভারতের অভ্যন্তরে চাইডোবা মাঠে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মো. আসাদুজ্জামান এবং বিএসএফ’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ নিউ উদয় কোম্পানি কমান্ডার এসি অনিল কুমার। দুপুর ২.২০টা পর্যন্ত অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় নাগরিক পুশইন করার বিষয়ে জোর প্রতিবাদ জানায় বিজিবি।


তথ্যসূত্রঃ

https://tinyurl.com/hkna4yyn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জ সীমান্তে ২৪টি ইলেকট্রিক ডিটনেটর বিস্ফোরক উদ্ধার
পরবর্তী নিবন্ধকুতুব‌দিয়ায় আগুনে পু‌ড়ল শুঁট‌কির দুই গোডাউন; লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষ‌তি