
কক্সবাজারের কুতুবদিয়ায় আগুনে পুড়ে গেছে দুটি শুঁটকি মাছের গোডাউন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে মধ্যম কৈয়ারবিল গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার ভোর রাত ৩টার দিকে স্থানীয় ইব্রাহিম ও ছরোয়ারের মাছের শুঁটকি রাখার গোডাউনে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এসময় প্রায় এক লাখ টাকার শুঁটকি মাছ মজুদ ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহম্মেদ জানান, ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দু’টি কাচা গোডাউন পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।
অগ্নিকান্ডে আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে শুঁটকি ব্যবসায়ি ইব্রাহিম জানিয়েছেন।
তথ্যসূত্রঃ
https://tinyurl.com/nhdahzms


