আফগানিস্তানের হেরাত প্রদেশ হতে তাজিকিস্তানে ২৩ মিলিয়ন আফগানির অধিক মূল্যের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি রপ্তানি

0
14

আফগানিস্তানের হেরাত প্রদেশ হতে তাজিকিস্তানে উল্লেখযোগ্য পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি রপ্তানি করা হয়েছে। এই চালানের রপ্তানি মূল্য ২৩ মিলিয়ন আফগানির অধিক। উক্ত চালানে প্লাস্টার ও সিমেন্ট কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামাদি তাজিকিস্তানে প্রেরণ করা হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার হেরাত গভর্নর দপ্তরের অফিসিয়াল এক্স পোস্টে গত ২৩ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে। হেরাত প্রদেশ হতে এই প্রথম এরূপ ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি তাজিকিস্তানে রপ্তানি করা হয়েছে বলেও জানানো হয়।

এই রপ্তানি কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী, স্থানীয় কর্মকর্তাবৃন্দ ও শিল্পপতিগণ।

তাজিকিস্তানে উক্ত রপ্তানি উদ্যোগের প্রশংসা করেছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী। তিনি ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের সুযোগ প্রদানে ইমারাতে ইসলামিয়ার পদক্ষেপসমূহ তুলে ধরেছেন। তিনি আরও বলেন, আফগানিস্তানের দেশীয় পণ্য রপ্তানি এখন দুই বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

তাজিকিস্তানে সংশ্লিষ্ট রপ্তানি চুক্তির মূল্য ৮০ মিলিয়ন ও ৪০০ হাজার আফগানি। তবে প্রাথমিক চালানে ২৩ মিলিয়ন ও ৪৫০ হাজার আফগানি মূল্যের মেশিনারি রপ্তানি করা হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/vmemn3dk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনানগারহার প্রদেশে একটি বিশেষায়িত কুষ্ঠরোগ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন
পরবর্তী নিবন্ধমোগাদিশুতে কাগজে-কলমে নির্বাচন: মাঠে বিজয়ের ইতিহাস লিখছে আশ-শাবাব