কাতার ও সংযুক্ত আরব আমিরাতে কান্দাহারের ডালিম রপ্তানি শুরু

0
14

আফগানিস্তানের পুষ্টিসমৃদ্ধ ও সুস্বাদু ডালিম এখন আর শুধু আঞ্চলিক বাজারেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক বাজারে এই ফলকে আরও বিস্তৃত করার প্রচেষ্টার অংশ হিসেবে এবার কাতার ও সংযুক্ত আরব আমিরাতে আফগান ডালিম রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। কান্দাহার প্রদেশের কৃষি দপ্তরের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ হানিফ হাকমাল হাফিযাহুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

হানিফ হাকমাল হাফিযাহুল্লাহ জানান, চলতি বছরের প্রথম ছয় মাসের মধ্যে কান্দাহার প্রদেশ থেকে ২০ মেট্রিক টন ডালিম কাতারের রাজধানী দোহা ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পাঠানো হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, এই রপ্তানিকৃত ডালিম মূলত কান্দাহার প্রদেশের শোরানদাম অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে।

এটি একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক পদক্ষেপ, কেননা পাকিস্তানের সাথে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হওয়ার পর ইমারাতে ইসলামিয়া আফগান পণ্যকে বিকল্প বাজারে নিয়ে যাওয়ার জন্য সক্রিয় প্রচেষ্টা চালিয়ে আসছে। এর আগেও ইমারাতে ইসলামিয়ার উদ্যোগে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে আফগানিস্তানের ডালিম রপ্তানি শুরু হয়েছিল।

কাতার ও সংযুক্ত আরব আমিরাতে আফগান ডালিম রপ্তানির সূচনা কৃষকদের আয়ের নতুন উৎস সৃষ্টির পাশাপাশি আফগানিস্তানের রপ্তানি বাজারকে বৈচিত্র্যময় ও শক্তিশালী করার পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Pomegranate exports commence to Qatar and the UAE
– https://tinyurl.com/235bh4yz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় ৪টি ফ্রন্টে জেএনআইএম মুজাহিদদের সফল অভিযান: অন্তত ২৫ সেনা নিহত