
তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান (TAP) বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রকল্পের জন্য রোডম্যাপ তৈরি সম্পন্ন করেছে ইমারাতে ইসলামিয়া। শিগগিরই এই রোডম্যাপ তুর্কমেনিস্তানের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আফগানিস্তানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি ‘দা আফগানিস্তান ব্রেশনা শেরকত’ (DABS)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল বারি ওমর হাফিযাহুল্লাহ এ ঘোষণা দিয়েছেন। তুর্কমেন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা জানান।
বৈঠকে উভয় পক্ষ TAP প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে এবং বাস্তবায়নের পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করে।
বৈঠকে আব্দুল বারি ওমর তুর্কমেন প্রতিনিধিদলকে জানান, তুর্কমেনিস্তান–আফগানিস্তান–পাকিস্তান–ভারত (TAPI) গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে আফগানিস্তান। এ ক্ষেত্রে গ্যাসের ট্যারিফ সংক্রান্ত আলোচনা দ্রুত চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।
তুর্কমেন কর্মকর্তারা সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, TAP বিদ্যুৎ লাইন এবং TAPI গ্যাস পাইপলাইন উভয় প্রকল্পই দুই দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক জ্বালানি সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে, ২০২৫ সালের ২০ অক্টোবর তুর্কমেনিস্তান TAPI গ্যাস পাইপলাইনের মূল অংশের পরবর্তী ধাপের কাজ অনুমোদন করে, যা আফগানিস্তানের হেরাত প্রদেশের দিকে সেরহেতাবাত-হেরাত রুটে অগ্রসর হবে।
এই প্রকল্পগুলো আঞ্চলিক জ্বালানি সংযোগ এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. Afghanistan finalizes roadmap for TAP power transmission project
– https://tinyurl.com/bd9sjfjv


