
ফিলিস্তিন ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড তাদের দীর্ঘকালের মুখপাত্র হিসেবে পরিচিত আবু উবায়দা সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডারের শাহাদাতের খবর নিশ্চিত করেছে।
গত ২৯ ডিসেম্বর অনলাইনে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে এই সংবাদ নিশ্চিত করে আল-কাসসাম ব্রিগেড।
এসময় হামাসের অন্যতম প্রধান সামরিক কমান্ডার মোহাম্মদ সিনওয়ার ওরফে আবু ইব্রাহিম, মোহাম্মদ শাবানা ওরফে আবু আনাস, রায়েদ সাদ ওরফে আবু মুআয এবং হাকাম ইসা ওরফে আবু ওমর-এর শাহাদাতের বিষয়টিও নিশ্চিত করা হয়।
এসময় আল কাসসাম ব্রিগেডের দীর্ঘদিন যাবত মুখপাত্রের ভূমিকা পালন করা কমান্ডার আবু উবায়দা এর প্রকৃত নাম কমান্ডার হুযায়ফা আল কাহলূত বলে পরিচিত করানো হয়।
উক্ত ভিডিও বার্তায় বক্তব্য রাখা নতুন মুখপাত্রকেও আবু উবায়দা ছদ্মনামেই পরিচিত করানো হয়। দায়িত্ব গ্রহণের পর প্রথম বক্তব্যেই তিনি মুসলিম উম্মাহকে বৃহত্তর ইসরায়েল গঠনের লক্ষ্য নিয়ে কাজ করা প্রধান শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, গাজায় ইসরায়েলি বাহিনী চরমভাবে অপদস্থ হয়েছে এবং বর্তমানে তাদের পতনের সময় শুরু হয়েছে। খুব শীঘ্রই বড় ধরণের একটি লড়াইয়ের মাধ্যমে এই দখলদারিত্বের মূলে চরম আঘাত হানা হবে এবং তাদের পতন ত্বরান্বিত হবে বলেও তিনি সতর্ক করেন।
তথ্যসূত্র
– https://tinyurl.com/2funt6b2


