
আফগানিস্তানের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও সুসংহত ও নিরাপদ রাখতে বালখ প্রদেশে ব্যাপক মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে ইমারাতে ইসলামিয়া। গত এক মাসে বালখ প্রাদেশিক জনস্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং ও পরিদর্শন টিম প্রদেশজুড়ে চিকিৎসা ও খাদ্যসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি কার্যক্রম সম্পন্ন করে।
বালখ প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আল-হাজ্জ রহমতুল্লাহ মানসুর হাফিযাহুল্লাহ-এর সার্বিক দিকনির্দেশনায় এবং মনিটরিং ও পরিদর্শন বিভাগের প্রধান ডা. জাভিদ সারাজির নেতৃত্বে এই কার্যক্রম বাস্তবায়িত হয়। উক্ত সময়ে মোট ১৫০টি চিকিৎসা ও খাদ্য প্রতিষ্ঠানে মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম চালানো হয়।
পরিদর্শনকালে টিমগুলো ৫৮টি ফার্মেসি, ১৬টি পাইকারি বিক্রয় কেন্দ্র, ৪টি ওষুধ কোম্পানি, ১টি উৎপাদন কারখানা, ১টি ক্লিনিক, ২টি হাসপাতাল, ৩৬টি স্বাস্থ্যকেন্দ্র, ১২টি ল্যাবরেটরি এবং ২টি এক্স-রে সেন্টারে মনিটরিং অভিযান চালিয়েছে। সংশ্লিষ্ট টিমগুলো নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করে।
পর্যবেক্ষণ শেষে জনস্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত নীতিমালা লঙ্ঘনের অপরাধে ১২টি ফার্মেসি, ২টি পাইকারি দোকান এবং ৪টি স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
বালখ প্রাদেশিক জনস্বাস্থ্য অধিদপ্তরের এই ধারাবাহিক মনিটরিং কার্যক্রম জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাদেশিক পর্যায়ে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
তথ্যসূত্র:
1.Monitoring and Inspection Department of Balkh Public Health Directorate Carries out Following Monitoring Activities Over the Past One Month
– https://tinyurl.com/3dwy6nze


