বালখ প্রদেশে রিসাইক্লিং শিল্পের বিকাশ: বর্জ্য থেকেই অর্থনৈতিক সম্ভাবনা

0
58

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে প্লাস্টিকের তৈরি ব্যবহৃত পানির বোতল পরিবেশ দূষণের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় বালখ প্রদেশে একটি কার্যকর ও টেকসই সমাধান হিসেবে গড়ে উঠেছে রিসাইক্লিং শিল্প। মাজার-ই-শরীফ শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা একাধিক রিসাইক্লিং কারখানা পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলছে।

বালখ প্রদেশের মাজার-ই-শরীফে বর্তমানে কয়েক ডজন কারখানা সক্রিয়ভাবে প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করে তা ব্যবহারযোগ্য কাঁচামালে রূপান্তর করছে। এসব কারখানার মধ্যে একটি কারখানা ব্যবহৃত প্লাস্টিক বোতল থেকে সিনথেটিক ফাইবার বা কৃত্রিম তুলা উৎপাদন করছে, যা বিভিন্ন শিল্পখাতে ব্যবহৃত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে শতাধিক মানুষের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

কারখানার ব্যবস্থাপক খায়ের মুহাম্মদ জানান, একটি পানির বোতল যখন মাত্র দশ আফগানিতে কেনা হয় এবং পরে ফেলে দেওয়া হয়, সেখান থেকেই এই প্রক্রিয়ার সূচনা। বোতল সংগ্রহ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও প্রক্রিয়াজাতকরণ—প্রতিটি ধাপে বহু মানুষ যুক্ত থেকে জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছে।

কারখানার একজন কর্মী আবদুল্লাহ বলেন, পানীয় ও পানির বোতলের মতো বর্জ্য থেকেই মূলত সিনথেটিক ফাইবার তৈরি করা হয়। এই কাজ একদিকে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে, অন্যদিকে বহু মানুষের জন্য আয়ের পথ তৈরি করছে।

বালখ চেম্বার অব ইন্ডাস্ট্রি অ্যান্ড মাইনসের তথ্য অনুযায়ী, প্রদেশটিতে বর্তমানে ত্রিশেরও বেশি কারখানা কার্যক্রম পরিচালনা হচ্ছে, যেখানে বর্জ্য থেকে কার্টন, কাগজ, প্লাস্টিক সামগ্রী ও সিনথেটিক ফাইবার উৎপাদন করা হচ্ছে। এসব কারখানা স্থানীয় অর্থনীতি চাঙা করা এবং বেকারত্ব হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে বালখ প্রদেশের শিল্প ও বাণিজ্য দপ্তরের কর্মকর্তারা দেশীয় উৎপাদন ও শিল্পখাতের বিকাশে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দপ্তরের উপপরিচালক নাসির আহমদ নিয়াজি বলেন, ইমারাতে ইসলামিয়া সংশ্লিষ্ট সকল দপ্তর, শিল্পপতি ও বিনিয়োগকারীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উৎপাদন খাতকে শক্তিশালী ও সুরক্ষিত করতে কাজ করছে। দেশীয় পণ্যের প্রতি সমর্থনই দেশের অর্থনৈতিক স্বনির্ভরতার পথ সুগম করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বালখ প্রদেশে রিসাইক্লিং কারখানাগুলোর ক্রমবর্ধমান কার্যক্রম প্রমাণ করে, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে পরিবেশ রক্ষা করা সম্ভব, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নের পথও সুদৃঢ় করা যায়। এই উদ্যোগ পরিবেশবান্ধব শিল্পায়নের একটি কার্যকর দৃষ্টান্ত হিসেবে দেশের অন্যান্য অঞ্চলের জন্যও অনুকরণীয় হয়ে উঠতে পারে।


তথ্যসূত্র:
1. Recycling Boom in Balkh as Plastic Waste Turns into Opportunity
– https://tinyurl.com/ykxfhtbb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভেনেজুয়েলার রাজধানীতে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা
পরবর্তী নিবন্ধআফগান সমাজে সংস্কৃতি ও শিল্পচর্চা ইসলামের আলোকে হতে হবে: তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী