
আফগান সমাজে শিল্পকলা কিংবা সংস্কৃতি চর্চা ইসলামের আলোকে হতে হবে। কারণ আফগানিস্তান একটি ইসলামি শরিয়াহ ভিত্তিক রাষ্ট্র।
গত ১ জানুয়ারি সংস্কৃতি ও শিল্পকলা বিষয়ক একটি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পর্যটন, অর্থ ও প্রশাসন বিষয়ক উপমন্ত্রী মৌলভী কুদরাতুল্লাহ জামাল হাফিযাহুল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের শিল্পকলা ও সংস্কৃতি নিছক কোন শিল্প-সংস্কৃতি নয়, বরং এগুলো একই সাথে ইসলামিকও বটে।
আর যখন কোন কিছু ইসলামের আদলে হয়, তখন এই পথে কোন পদক্ষেপ গ্রহণ ও সময় ব্যয় করা ইবাদতস্বরূপ, এতে মহা প্রতিদান নিহিত রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অপর একজন উপমন্ত্রী মৌলভী আতিকুল্লাহ আজিজি হাফিযাহুল্লাহ। তিনি শিল্পচর্চার মাধ্যমে আফগানিস্তানের উপজাতি ও জাতীয়তার প্রতিনিধিত্ব করতে সংস্কৃতিবিদ ও শিল্পীদের প্রতি আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, এই ধরনের শিল্পচর্চা আফগান মুসলমানদের ঐক্য ও সংহতির চেতনাকে পুনরুজ্জীবিত করবে, ফলে আফগানদের মধ্যে বিভেদ তৈরির উদ্দেশ্যে যেকোন বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ হবে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4ny6fym5
2. https://tinyurl.com/y59nenn2


