
আফগানিস্তানের রাজধানী কাবুলে পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের দাম কমেছে। তবে পাকিস্তানের সাথে বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে সংশ্লিষ্ট পণ্যসমূহের দাম বৃদ্ধি পেয়েছে। গত ৩ জানুয়ারি আফগান পাজওয়া নিউজের প্রতিবেদনে বিভিন্ন স্টেকহোল্ডার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রব্যমূল্যের দাম সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরা হয়।
প্রতিবেদনে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি পণ্যের মূল্য হ্রাসের সাথে সাথে কাবুলে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ১ আফগানি ও ৪ আফগানি হ্রাস পেয়েছে। প্রতি লিটার পেট্রোলের দাম বর্তমানে ৬১ আফগানি, এছাড়া প্রতি লিটার ডিজেলের মূল্য ৫৯ আফগানি। এছাড়া এককেজি লিকুফাইড গ্যাসের মূল্য বর্তমানে ৫৬ আফগানি।
প্রতিবেদনে সোনার দাম সম্পর্কে জানানো হয়, প্রতি গ্রাম এরাবিয়ান স্বর্ণের দাম ৭৫০০ থেকে ৭৩০০ আফগানিতে নেমে এসেছে। অর্থাৎ প্রতি ভরিতে বর্তমান আরব স্বর্ণের মূল্য প্রায় ৮৫১৪৭ আফগানি। অপরদিকে প্রতিগ্রাম রাশিয়ান সোনার দাম ৫,৯৫০ থেকে হ্রাস পেয়ে ৫,৭৬০ আফগানি হয়েছে। অর্থাৎ বর্তমান মূল্য ভরিতে প্রায় ৬৭,১৮৫ আফগানি এর সমতুল্য। তবে সোনার দাম আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বলে জানান ব্যবসায়ীরা।
রিপোর্টে আরও তুলে ধরা হয়, কাবুলে ১ মার্কিন ডলার ৬৬ আফগানির বিপরীতে এক্সচেঞ্জ করা হচ্ছে। অপরদিকে ১০০০ পাকিস্তানি রুপি বিনিময় হচ্ছে ২২৪ আফগানি এর বিপরীতে।
অপরদিকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সম্পর্কে জানানো হয়, ৪৯ কেজি কাজাখ আটার পাইকারি দাম ১৪৭০ আফগানি থেকে কমে হয়েছে ১৪৫০ আফগানি, ১৬ লিটার মালয়েশিয়ান রান্না তেলের পাইকারি দাম ২১৫০ থেকে ২১০০ আফগানিতে হ্রাস পেয়েছে।
২৪ কেজি পাকিস্তানি চালের দাম ৩৪০০ আফগানি থেকে বৃদ্ধি পেয়ে ৩৫০০ আফগানি হয়েছে। পাক-আফগান বাণিজ্য নিষেধাজ্ঞার প্রভাবস্বরূপ এই মূল্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। অপরদিকে অপরিবর্তিত রয়েছে ইন্ডিয়ান চিনির দাম (৫০ আফগানি/কেজি), আফ্রিকান ব্ল্যাক টি (৩৮০ আফগানি/কেজি) ও ইন্দোনেশিয়ান গ্রিন টি (৩৫০ আফগানি/কেজি)।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ytkd286k


