
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর সক্ষমতা আরও সুদৃঢ় করতে নতুন করে সদস্য নিয়োগ কার্যক্রম শুরু করেছে।
জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রদেশে স্থাপিত নিয়োগ কেন্দ্রগুলোতে আগ্রহী প্রার্থীদের আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র (তাজকিরা) এবং নিরাপত্তা ও যাচাই কমিশন কর্তৃক প্রদত্ত অনুমোদনপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, এই নিয়োগ কার্যক্রম শুরু করার নির্দেশনা প্রদান করেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ। সামরিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নিরাপত্তা বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি এবং যেকোনো অভ্যন্তরীণ হুমকি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতি আরও জোরদার করা।
তাঁরা আরও মনে করেন, প্রশিক্ষিত জনবল বৃদ্ধি পেলে ইসলামী সেনাবাহিনীর সক্ষমতাও বহুগুণে বৃদ্ধি পাবে। বিদ্যমান বাহিনীর পাশাপাশি যোগ্য তরুণদের জন্য নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি করা হলে জাতীয় স্বার্থ আরও সুসংহত হবে।
এর আগে ইমারাতে ইসলামিয়ার এক মুখপাত্র জানান, ২০২৫ সালে ইসলামী জাতীয় সেনাবাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৮১,০০০ পাশাপাশি এক লক্ষেরও বেশি পুলিশ সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
তথ্যসূত্র:
1.Afghanistan’s Ministry of Defense to recruit more forces
– https://tinyurl.com/2zy2wfcd


