
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের আলমার জেলায় পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নের লক্ষ্যে একটি চেকড্যাম নির্মাণ প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। ৪.৭ মিলিয়ন আফগানি ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটি স্থানীয় পর্যায়ে পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফারিয়াব প্রদেশের আলমার জেলার আজরিম এলাকায় নির্মিত চেকড্যাম প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফারিয়াব প্রদেশের পানি ও জ্বালানি বিভাগের প্রধান মৌলভী মুহিউদ্দিন মোবারেজ হাফিযাহুল্লাহসহ স্থানীয় পর্যায়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত প্রকল্পটি ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি দেশীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। ফারিয়াব প্রদেশের পানি ও জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিতভাবে প্রকল্পের সার্বিক কার্যক্রমের তদারকি পরিচালনা করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আজরিম চেকড্যাম প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে কৃষিজমিতে সেচ সুবিধা সম্প্রসারিত হবে। এর মাধ্যমে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় একটি কার্যকর ভিত্তি গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1.پروژه چکدم اجریم غلبله در ولایت فاریاب با هزینه بیش از ۴.۵ میلیون افغانی تکمیل گردید
– https://tinyurl.com/2694tmab


