
আগামী ২ বছরের মধ্যে ভারতের বেসামরিক নাগরিকগণ মারাত্মক গণসহিংসতার ঝুঁকিতে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম। সংশ্লিষ্ট জরিপে গণহত্যার সম্ভাবনা রয়েছে এমন দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৪র্থ দেখানো হয়েছে। এছাড়া এতে ১৬৮টি দেশের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সম্ভাব্য গণহত্যার পেছনে ধর্মীয়, জাতিগত, রাজনৈতিক ও ভৌগোলিক কারণ থাকবে বলে আশংকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছে মায়ানমার। এরপরে রয়েছে যথাক্রমে চাদ ও সুদান। তবে মায়ানমার ও সুদানসহ শীর্ষে থাকা অনেক দেশ ইতোমধ্যে গণহত্যা মোকাবেলা করেছে। তাই গণসহিংসতা ঘটার সম্ভাব্য দেশ হিসেবে ভারতের অবস্থান বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত এই প্রতিবেদনে অনুমান করা হয়েছে, ২০২৬ সালের মধ্যে ভারতে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত গণহত্যার সম্ভাবনা ৭.৫%।
এই সম্ভাবনাটি তুলে ধরতে গত কয়েক দশকের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। গণসহিংসতা ছড়িয়ে পড়ার পূর্বে একটি দেশ কেমন অবস্থার মধ্য দিয়ে যায়, তারা সেগুলো বিবেচনা করেছে। প্রতিবেদনে জানানো হয়, যেসকল দেশে বর্তমানে গণহত্যা চলছে, গণহত্যা শুরুর পূর্বে তাদের যেরূপ পরিস্থিতি ছিল, বর্তমান ভারতে সে ধরনের পরিস্থিতি বিরাজ করছে। এই জরিপে জনসংখ্যা, অর্থনৈতিক সূচক, রাজনৈতিক স্বাধীনতা, সশস্ত্র সংঘাতসহ প্রায় ৩০ এরও অধিক ফ্যাক্টর যাচাই করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ঐতিহাসিকভাবে দেখা যায় প্রতি বছরই প্রায় এক বা দুইটি দেশে গণহত্যার নতুন পর্বের অভিজ্ঞতা অর্জন করেছে।
উল্লেখ্য যে, মার্কিন যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম গণহত্যা বা গণসহিংসতা সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য নিয়োজিত আমেরিকা ভিত্তিক একটি অফিসিয়াল সংস্থা। এটি গণহত্যা সম্পৃক্ত বিভিন্ন ডকুমেন্টেশন, অধ্যয়ন ও ব্যাখ্যার কাজে নিবেদিত।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5n6p8exj


