স্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় আরও ৪,১৭৭ ক্যারেট পান্না বিক্রয় করল ইমারাতে ইসলামিয়া প্রশাসন

0
39

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে সম্প্রতি অনুষ্ঠিত এক নিলামে উল্লেখযোগ্য পরিমাণ পান্না বিক্রি করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।

পাঞ্জশির প্রদেশের প্রাদেশিক সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সাম্প্রতিক এক নিলামে মোট ৪ হাজার ১৭৭ ক্যারেট পাঞ্জশিরের পান্না স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে। এই পান্নাগুলোর মোট বিক্রয়মূল্য নির্ধারিত হয় ৪৭ হাজার ৬১০ মার্কিন ডলার।

নিলাম কার্যক্রমটি প্রদেশের খনিজ তদারকি কমিটির একটি প্রতিনিধিদলের উপস্থিতিতে সম্পন্ন হয়। প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পান্না বিক্রির পরিমাণ ক্রমান্বয়ে বাড়ায় স্থানীয় বাজারে অর্থনৈতিক সচলতা বৃদ্ধি পাচ্ছে এবং একই সঙ্গে ইমারাতে ইসলামিয়ার রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

উল্লেখ্য যে, আফগানিস্তানের অন্যান্য প্রদেশে যেমন কুন্দুজ, পাঞ্জশির এবং জাবুলেও মুল্যবান রত্ন পাথরের মজুদ রয়েছে এবং সেসব এলাকায়ও ইমারাতে ইসলামিয়ার তত্বাবধানে রত্ন পাথর বিক্রি করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.4,177 carats of Panjshir emeralds were sold to local traders for $47,610
– https://tinyurl.com/37akwxbf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে গণহত্যার ঝুঁকিসম্পন্ন দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৪র্থ: হলোকাস্ট মিউজিয়ামের প্রতিবেদন
পরবর্তী নিবন্ধরাজধানীর শের-ই-বাংলা এলাকায় নিজ বাসায় জামায়াত নেতা খুন