নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার, গ্রেপ্তার ৭

0
0

নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর ও জাঙ্গাইলা এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণের অস্ত্র ও মাদক উদ্ধার এবং ৭ জনকে আটক করা হয়েছে।

আটকৃতদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

১৪ জানুয়ারি (বুধবার) ভোর ৩ টার দিকে লেঃ কর্ণেল শামীম রহমান, পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন) এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলো, শিবপুর উপজেলার কারারচর এলাকার মো. মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা (৭০), জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম (৫০), শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা (২৪), জাঙ্গাইলা এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলমগীর (৩৭), আওয়ালের স্ত্রী শামসু নাহার (৫০), মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২), ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।

উদ্ধারকৃত মালামাল – ১ টি আগ্নেয়াস্ত্র (সাথে ২টি কার্তুজ), ৩টি পিস্তল ম্যাগাজিন, ১৬শ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৫,৪০,১০০ টাকা, মোবাইল ১৭ টি (১৩টি স্মার্টফোন, ৪টি বাটন), ২টি সামুরাই, ৬টি ফেন্সিডিল, ৯টি বিদেশি মদের বোতল, ২টি নকল পিস্তল, ২টি রাম দা ও ১টি ল্যাপটপ। শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তথ্যসূত্র:
https://tinyurl.com/bdh36ba9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবালখ প্রদেশে ৮৫৬ বাণিজ্যিক ও শিল্প লাইসেন্স ইস্যু করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধজম্মু-কাশ্মীরের বারমুল্লা জেলায় ৫০০ এরও অধিক সামরিক বাঙ্কার নির্মাণের উদ্যোগ নিয়েছে দখলদার ভারত