টেকনাফে পাহাড়ে ডাকাতদের গোলাগুলি, তরুণী নিহত

0
16

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা ডাকাতের গুলিতে সুমাইয়া আক্তার (১৮) নামে এক যুবতী নিহত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া টেকনাফের নোয়াখালী পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে। এ তথ্যটি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইলিয়াস।

সুমাইয়ার পিতা আবু বকর জানান, শুক্রবার মাগরিবের আগে বাড়ির আঙ্গিনায় সবাই একত্রে বসেছিলাম। এ সময় পাহাড়ের দিক থেকে রোহিঙ্গা ডাকাতদের দু’পক্ষের সংঘর্ষ ছোড়া গুলিতে আমার মেয়ে সুমাইয়া আক্তারের বুকে এসে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, নোয়াখালী পাড়া এলাকায় ডাকাতদের সংঘর্ষে এক তরুণী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে । ডাকাতদের বিরুদ্ধে অভিযান চলছে।


তথ্যসূত্র:
https://tinyurl.com/4fkwvr4b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমা তাগুতের দরবারে সিজদা: উম্মাহর বিরুদ্ধে আদর্শিক যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের শাসকগোষ্ঠী
পরবর্তী নিবন্ধএনজিও থেকে ঋণ নেওয়াকে কেন্দ্র করে মা-মেয়ে হত্যা গৃহ শিক্ষিকার