আকাশপথে বাণিজ্যে নতুন অধ্যায়: কাবুলে পৌঁছাল আরিয়ানার বিশেষ কার্গো উড়োজাহাজ

0
20

আফগানিস্তানের আকাশপথে বাণিজ্যিক পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন এবং দেশের প্রাচীনতম বিমান সংস্থা আরিয়ানা আফগান এয়ারলাইন্স নতুন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ১৯ জানুয়ারি, সোমবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেছে সংস্থাটির একটি বিশেষ চার্টার কার্গো উড়োজাহাজ।

প্রাপ্ত তথ্যানুযায়ী, আরিয়ানা আফগান এয়ারলাইন্সের এই বিশেষ কার্গো উড়োজাহাজটি বোয়িং ৭৩৭-৩০০ মডেলের, যা একবারে প্রায় ১৬ দশমিক ৫ টন বাণিজ্যিক পণ্য পরিবহনে সক্ষম। উড়োজাহাজটি মূলত কাবুল–দিল্লি রুটে বাণিজ্যিক পণ্য পরিবহনের জন্য নির্ধারিত থাকবে। এ লক্ষ্যে সংস্থাটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সারপ্লেক্স নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ছয় মাস মেয়াদি একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে।

আরিয়ানা আফগান এয়ারলাইন্সের সভাপতি হাজি মৌলভী বখতুর রহমান শরাফত হাফিযাহুল্লাহ জানান, জাতীয় ব্যবসায়ীদের সহায়তা এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কার্গো নেটওয়ার্ক সম্প্রসারণ, আকাশপথে রপ্তানি বৃদ্ধি, বাণিজ্যিক পরিবহন সহজীকরণ এবং আফগানিস্তানের বিমান পরিবহন সক্ষমতা উন্নয়নের অংশ হিসেবেই এই বিশেষ কার্গো উড়োজাহাজ চালু করা হয়েছে।

এই কার্গো উড়োজাহাজ চালুর মাধ্যমে রপ্তানি পণ্যের দ্রুত পরিবহন, আকাশপথে লজিস্টিক সুবিধা বৃদ্ধি এবং জাতীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের পরিবহনসংক্রান্ত সমস্যাগুলো অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা স্বল্প খরচে, নিরাপদ উপায়ে তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ পাবেন।

আরিয়ানা আফগান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জাতীয় ব্যবসায়ীদের জন্য মানসম্মত, নির্ভরযোগ্য বিমান কার্গো সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে আফগানিস্তানকে আঞ্চলিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও ট্রানজিট কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


তথ্যসূত্র:
1. د آريانا افغان هوايي شرکت ځانګړې چارتر کارګو الوتکه کابل ته راورسېده
– https://tinyurl.com/2nak6rv8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালির কায়েস অঞ্চলে জান্তা বাহিনীর কনভয় লক্ষ্য করে জেএনআইএম এর হামলায় পাঁচ শত্রু সেনা নিহত
পরবর্তী নিবন্ধধামরাইয়ে স্বামীকে খুঁটিতে বেঁধে রেখে মুসলিম নারীকে দলবদ্ধ ধর্ষণ হিন্দু যুবকদের, বিচার চাইতে গেলে লাঠিপেটা করে বিতাড়ন