
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ বাংলাদেশে সফরকালে এদেশের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও বাস্তবভিত্তিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।
আলোচনায় বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান জানান, আফগানিস্তানে উচ্চমানের ওষুধ ও চিকিৎসা সামগ্রী রপ্তানিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক মানের এবং মাননিয়ন্ত্রণ ব্যবস্থাও সুসংহত, যা আফগানিস্তানের স্বাস্থ্যখাতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এ উদ্যোগকে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য স্বাগত জানিয়েছে। একই সঙ্গে উভয় পক্ষ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাস্তব ও কার্যকর অর্থনৈতিক সহযোগিতায় উন্নীত করার বিষয়ে একমত পোষণ করে।
সাক্ষাৎ শেষে জানানো হয়, পারস্পরিক আস্থা জোরদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিসর সম্প্রসারণের লক্ষ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দুই পক্ষ। এই উদ্যোগ আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
তথ্যসূত্র:
1. Deputy Minister of Industry and Commerce of the Islamic Emirate, Ahmadullah Zahid, met with the head
– https://tinyurl.com/3cka5yk7


