
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেস্টুরেন্টে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) খারেজি গোষ্ঠী। ১৯ জানুয়ারি বিকালে শাহর-ই-নাও এলাকার গুলফ্রোশি গলিতে চীনা-আফগান যৌথ মালিকানাধীন একটি রেস্টুরেন্টে এই বিস্ফোরণ ঘটেছে। একটি আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান হাফিযাহুল্লাহ বলেছেন, এই বিস্ফোরণে ১ জন চীনা নাগরিকসমহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন এবং ১০ জনের বেশি আহত হয়েছেন।
তিনি আরও জানান, এটি একটি নুডলস রেস্তোরাঁ ছিল। চীনা মুসলিম আব্দুল মাজিদ, তার স্ত্রী ও আফগান অংশীদার আব্দুল জব্বার মাহমুদ যৌথভাবে এটি পরিচালনা করে আসছিলেন।
খারেজি গ্রুপ আইএস এর এই হামলায় চীনা নাগরিকদের টার্গেট করা হয়েছে বলে জানানো হয়েছে। এই হামলায় আফগান ও চীনা নাগরিকসহ সাধারণ মুসলমানদের জানমালের উল্লেখযোগ্য ক্ষতি সাধিত হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/7s5rn394


