কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করল দুর্বৃত্তরা; গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

0
8

ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা। গুলিবিদ্ধ ওই নেতার নাম হাসান মোল্লা। সে হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, রাতে হাসান মোল্লা দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছিল। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে সে সড়কে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক।


তথ্যসূত্র:
১। কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, হাসপতালে ভর্তি
– https://tinyurl.com/52yfbdcv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজম্মু-কাশ্মীরে দখলদার ভারতীয় বাহিনীর গাড়ি খাদে পড়ে ১০ সেনা নিহত এবং ১০ জন আহত
পরবর্তী নিবন্ধনয়াদিল্লী আন্তর্জাতিক বইমেলা ২০২৬: যেন হিন্দুত্ববাদী মতাদর্শ প্রচারণার একটি মঞ্চ