ইমারাতে ইসলামিয়ার কাপিসা প্রদেশে ১৮ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মান কাজ শুরু

0
9

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাপিসা প্রদেশের আলাসাই জেলার আশপি উপত্যকায় দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে ১৮ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মানের কাজ শুরু করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৬৫০ মিলিয়ন আফগানি ব্যয়ে এই সড়ক নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

কাপিসা প্রদেশ গণপূর্ত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নির্মাণাধীন সড়কটির দৈর্ঘ্য ১৮ দশমিক ৫ কিলোমিটার। এটি আলাসাই জেলার কেন্দ্র থেকে শুরু হয়ে আশপি উপত্যকার শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। প্রকল্পের আওতায় সড়কের পাশাপাশি প্রয়োজনীয় ধারণ প্রাচীর, সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে, যাতে পাহাড়ি এই অঞ্চলে সারা বছর নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা যায়।

কাপিসা প্রদেশ গণপূর্ত বিভাগের প্রধান বাহরুল্লাহ বাদরি হাফিযাহুল্লাহ জানান, প্রকল্পটি সম্পূর্ণ কারিগরি মান বজায় রেখে বাস্তবায়ন করা হচ্ছে এবং এর সব ব্যয় বহন করছে গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী দুই বছরের মধ্যে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত হবে।

দীর্ঘদিন ধরে মানসম্মত সড়কের অভাবে আলাসাই জেলার বাসিন্দারা চরম দুর্ভোগের মুখে ছিলেন। স্থানীয় বাসিন্দা রহিমুল্লাহ বলেন, আগে কেউ অসুস্থ হলে কষ্ট করে স্ট্রেচারে করে বহন করতে হতো, কারণ রাস্তার অবস্থা ছিল অত্যন্ত নাজুক। নতুন সড়ক নির্মাণের মাধ্যমে সেই কষ্ট অনেকটাই লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরেক বাসিন্দা আব্দুল সামাদ বলেন, এই সড়ক পাকা হলে গন্তব্যে পৌঁছাতে সময় কম লাগবে এবং জরুরি চিকিৎসা সেবা গ্রহণ করাও সহজ হবে। শীতকালে তুষারপাতের সময় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যেত।

আশপি উপত্যকায় এই সড়ক নির্মাণ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য জরুরি সেবার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রকল্পটির বাস্তবায়ন আলাসাই জেলার সার্বিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


তথ্যসূত্র:
1. Construction Begins on 18.5 km Ashpi Valley Road in Kapisa
– https://tinyurl.com/munbw5am

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনয়াপল্টনে স্কুলের অফিসকক্ষে শিশু শিক্ষার্থীকে নির্যাতন
পরবর্তী নিবন্ধ‘মোহাম্মদপুরা’ গ্রামের নাম পরিবর্তন করে ‘মোহনপুরা’ নামকরণ করেছে হিন্দুত্ববাদী ভারতের রাজস্থান রাজ্য সরকার