আফগান চিকিৎসা সক্ষমতায় নতুন অধ্যায়, কাবুলে প্রথম সফল স্নায়ু অস্ত্রোপচার

0
10

আফগানিস্তানের চিকিৎসা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে। কাবুলের শেখ জায়েদ হাসপাতালে প্রথমবারের মতো একজন আফগান স্নায়ু বিশেষজ্ঞ সফলভাবে মস্তিষ্ক ও স্নায়ু অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। দীর্ঘদিন ধরে তীব্র ও অসহনীয় যন্ত্রণায় ভোগা এক রোগীর চিকিৎসার মাধ্যমে দেশের ভেতরেই উন্নত চিকিৎসা সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

বাগলান প্রদেশের বাসিন্দা সাবরুল্লাহ প্রায় তিন বছর ধরে আঙুলের তীব্র ব্যথায় ভুগছিলেন। অস্ত্রোপচার পরিচালনাকারী চিকিৎসক নাজিবুল্লাহ সেকান্দার জানান, রোগীর যন্ত্রণার মূল কারণ ছিল স্নায়ু পথের জটিলতা। সে কারণে মেরুদণ্ডের পশ্চাৎমূলের প্রবেশস্থলে ব্যথার সঞ্চালন পথ বিচ্ছিন্ন করার মাধ্যমে অস্ত্রোপচারটি সম্পন্ন করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই জটিল অস্ত্রোপচার সফলভাবে শেষ হলে সাবরুল্লাহ দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি পান।

তিন বছর আগে বগলের নিচে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই সাবরুল্লাহর জীবনে নেমে আসে অবর্ণনীয় কষ্ট। দিন-রাত অবিরাম যন্ত্রণায় কাটত তার সময়। চিকিৎসার আশায় তিনি পাকিস্তান পর্যন্ত গিয়েছিলেন, তবে সেখানে কোনো ফল না পেয়ে একই যন্ত্রণা নিয়ে ফিরে আসতে হয় নিজ প্রদেশে। অবশেষে কাবুলে এসে চার দিন আগে করা এই অস্ত্রোপচার তার জীবনে নতুন আশার আলো জ্বালায়। সাবরুল্লাহ বলেন, আগে তার বৃদ্ধাঙ্গুলিতে দিনরাত তীব্র ব্যথা হতো, এখন সেই যন্ত্রণা নেই।

চিকিৎসক নাজিবুল্লাহ সেকান্দার জানান, এটি আফগানিস্তানে প্রথম কার্যকর স্নায়ু অস্ত্রোপচার। তিনি ব্যক্তিগত হাসপাতাল থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে সরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন করেন, যাতে রোগীকে কোনো খরচ বহন করতে না হয়। তার ভাষ্য অনুযায়ী, এই ধরনের অস্ত্রোপচার এখনও অনেক প্রতিবেশী দেশেও চালু হয়নি, উন্নত দেশগুলোতে মোট স্নায়ু অস্ত্রোপচারের একটি সীমিত অংশ হিসেবে এটি করা হয়ে থাকে।

চিকিৎসক মহলের মতে, উন্নত চিকিৎসা যন্ত্রপাতিতে বিনিয়োগ এবং দেশীয় চিকিৎসকদের দক্ষতায় সহায়তা বাড়ানো গেলে বিদেশে চিকিৎসার জন্য রোগীদের নির্ভরতা কমানো সম্ভব।

এই অস্ত্রোপচার কেবল একজন রোগীর দীর্ঘ যন্ত্রণার অবসানই নয়, বরং আফগানিস্তানের অভ্যন্তরীণ চিকিৎসা সক্ষমতার অগ্রগতির একটি স্পষ্ট বার্তা। দক্ষতা, নিষ্ঠা ও প্রয়োজনীয় চিকিৎসা অবকাঠামোর সমন্বয় ঘটলে দেশের মাটিতেই চিকিৎসা ও সুস্থতার পূর্ণাঙ্গ সুযোগ সৃষ্টি হয়, ফলে রোগীদের আর আরোগ্যের আশায় সীমান্ত পাড়ি দিতে হবে না।


তথ্যসূত্র:
1. Afghan Surgeon Performs First Functional Neurosurgery in Kabul
– https://tinyurl.com/3emupds9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুৎ খাতে নতুন দিগন্ত: ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ উদ্যোগ
পরবর্তী নিবন্ধপ্রচারণা মিছিলে নাম ঘোষণা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ