ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

0
9

ভোলার বোরহানউদ্দিনে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় পক্ষিয়া ইউনিয়ন বোরহানগঞ্জ বাজারে এলাকা এ ঘটনা ঘটে।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের পক্ষে এলডিপি মোকফার উদ্দিন চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তবে, তিনি গত ২৫ জানুয়ারি দুপুরের পরে সংবাদ সম্মেলন করে দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থিতা তুলে নেয়।

বিষয়টি জানার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজের পর স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা তাদের প্রচারের অংশ হিসেবে বোরহানগঞ্জ বাজারে একটি মিছিল বের করে। এ সময় স্থানীয় বিএনপির কর্মীরা মিছিলে বাধা দিলে দু-দলের কর্মীরা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে প্রায় ১০ জনের মতো আহত হয়।


তথ্যসূত্র:
১। বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০
– https://tinyurl.com/bdcr66v3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ২০২৫ সালে আফগানিস্তান থেকে ৩ লাখ টনেরও বেশি তাজা ফল রপ্তানি
পরবর্তী নিবন্ধদেশে এইচআইভি সংক্রমণ বাড়ছে, কলেজপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আক্রান্তের হার বেশি