
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলতি সৌর বছরে পাঞ্জশির প্রদেশে ছয়টি উন্নয়ন প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় উন্নয়ন কার্যক্রমে গতি সঞ্চার হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সম্পন্ন হওয়া এই ছয়টি প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ১৬ মিলিয়ন আফগানি। প্রকল্পগুলো পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট থেকে অর্থায়ন করা হয় এবং পাঞ্জশির প্রদেশের হিসা-ই আওয়াল, পারিয়ান, দারা, আবশার ও আনাবা জেলাগুলোতে বাস্তবায়ন করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন পাঞ্জশির প্রদেশে পানি ও জ্বালানি খাতে উন্নয়ন প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে এবং ভবিষ্যত উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
তথ্যসূত্র:
1.The Ministry of Energy and Water announced in a statement that during the current solar year
– https://tinyurl.com/3unmz2rm


