আসামে ৪ থেকে ৫ লক্ষ ‘মিয়া’ সম্প্রদায়ভুক্ত মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ঘোষণা

0
15

আসামে ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর সময় ৪ লক্ষ থেকে ৫ লক্ষ ‘মিয়া’ জনগোষ্ঠীর মুসলিম ভোটারদের বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ২৭ জানুয়ারি আসামের তিনসুকিয়া জেলায় এক অনুষ্ঠানে সাংবাদিক সাক্ষাতকারে সে এই ঘোষণা জানিয়েছে। সে আরও জানায়, তার কাজ হল ‘মিয়া’ সম্প্রদায়ভুক্ত মুসলিমদের কষ্ট দেওয়া।

রাজ্যের বাংলাভাষী এই মুসলিমদের বিদ্রূপ করে সে বলেছে, ‘মিয়া’ মুসলমানদের আসামে ভোটের অনুমতি দেওয়া উচিত নয়। বরং তাদেরকে বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া উচিত।

সাংবাদিকদের সে আরও জানায়, আসামে ‘মিয়া’ সম্প্রদায়ভুক্ত মুসলমানরা যেন ভোট দিতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এখনও এটি প্রাথমিক ধাপে রয়েছে। আসামে ভোটার তালিকায় বিশেষ সংশোধন কার্যক্রম আরম্ভ হলে, ৪ থেকে ৫ লক্ষ ‘মিয়া’ মুসলিম ভোটার বাদ দেওয়া হবে।

ঔদ্ধত্য দেখিয়ে সে আরও বলেছে, বিরোধী দল (কংগ্রেস) আমাকে যত খুশি গালি দিক, ‘মিয়া’ জনগোষ্ঠীকে কষ্ট দেওয়াই আমার কাজ।

উল্লেখ্য যে, ‘মিয়া’ জনগোষ্ঠীর বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশ থেকে আসা অনথিভুক্ত অভিবাসী হিসেবে দাবি করে আসছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3fzaet77

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার হেরাত প্রদেশে বিশেষায়িত চিকিৎসা চালু, কমেছে বিদেশমুখী রোগীর সংখ্যা
পরবর্তী নিবন্ধভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫