ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

0
16

২৮ জানুয়ারি বুধবার সকালের দিকে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুণে জেলায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে রয়েছে উপমুখ্যমন্ত্রী অজিতের ২ কর্মী এবং ২ বিমান পাইলট।

লিয়ারজেট ৪৫ বিমানটি মুম্বাই থেকে পুণে জেলার বারামতির উদ্দেশ্যে যাত্রা করেছিল। সকাল ০৮:৪৮ এর দিকে বারামাতি অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়।

বিমান পরিবহন বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, বিমান অবতরণের সময় আবহাওয়াজনিত কারণে আলোকস্বল্পতা দেখা দিয়েছিল, এছাড়া যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, আগুন ও ধোঁয়া উঠছে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রমতে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বারামতিতে চারটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। সেই কর্মসূচিতে অংশ নিতেই সে মুম্বাই থেকে বারামতির পথে রওনা দিয়েছিল।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/s6rjbjs7
2. https://tinyurl.com/bdh7fp6d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআসামে ৪ থেকে ৫ লক্ষ ‘মিয়া’ সম্প্রদায়ভুক্ত মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ঘোষণা
পরবর্তী নিবন্ধশেরপুরে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে এক জামায়াত নেতা নিহত