
বিদেশে পলাতক সাবেক সাংসদ শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের সহযোগী মাইনুল ইসলাম পাভেলকে (৩৪) একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
দৈনিক যুগান্তরের বরাতে জানা যায়, গত ২৭ জানুয়ারি রাত আড়াইটায় ফতুল্লার শাসনগাঁও এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) হাসিনুজ্জামানের নির্দেশনায় পাভেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে পিস্তল ও গুলি বের করে দেয়। অভিযোগ রয়েছে, পাভেল শাসনগাঁও এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। আজমেরী ওসমানের শেল্টারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত।
তথ্যসূত্র:
১। পিস্তল-গুলিসহ আজমেরী ওসমানের সহযোগী গ্রেফতার
– https://tinyurl.com/2byr2vvn


