
দেশের বাইরে চিকিৎসা নির্ভরতা কমিয়ে জনগণের জন্য নিজ দেশেই আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন এক দিগন্তের সূচনা করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। সম্প্রতি ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসা হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এ লক্ষ্যকে সামনে রেখে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন জনস্বাস্থ্য মন্ত্রী মৌলভী নূর জালাল জালালি হাফিযাহুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে জনস্বাস্থ্য মন্ত্রী বলেন, ইমারাতে ইসলামিয়া এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে দেশের ভেতরেই জটিল ও বিশেষায়িত রোগের নির্ভরযোগ্য চিকিৎসা নিশ্চিত হবে। তিনি জানান, বর্তমানে যেসব রোগের চিকিৎসার জন্য আফগান নাগরিকদের বিদেশে যেতে হয়, সেসব রোগের জন্য ধাপে ধাপে দেশব্যাপী আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এ কর্মসূচির অংশ হিসেবেই দেশে প্রথমবারের মতো ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসার জন্য একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে, যা দেশের স্বাস্থ্যখাতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এর মাধ্যমে দীর্ঘদিনের একটি বড় শূন্যতা পূরণ হলো এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য নতুন আশার দ্বার উন্মোচিত হয়েছে।
জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এসব প্রকল্পের মূল উদ্দেশ্য হলো চিকিৎসা ব্যয় হ্রাস করা, রোগী ও তাদের পরিবারের ভোগান্তি কমানো এবং দেশের অভ্যন্তরেই উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং দেশের স্বাস্থ্যখাত আরও শক্তিশালী হবে।
তথ্যসূত্র:
1.Domestic Healthcare Treatment Alternatives to Replace Medical Travel
– https://tinyurl.com/3hfx3yd6


