২৬ বছর আগে ঘটা হত্যাকাণ্ডের মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল

0
16

চট্টগ্রামের আনোয়ারায় এক হত্যাকাণ্ডের মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক এ রায় ঘোষণা করে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল হক মনু এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হল ছাইফুল হক, বদরুল হক, আজিজুল হক, আবদুল রাজ্জাক, মো. রফিক, ছৈয়দুল হক, বাবুল হক ও মো. হাছান। রায়ে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

পাবলিক প্রসিকিউটর এম ইউ এম নুরুল ইসলাম জানায়, ২০০০ সালের ৭ জুলাই আনোয়ারায় ঘাস পরিষ্কারকে কেন্দ্র করে নুরুল আবছার ও নুর আহম্মদের ওপর আগ্নেয়াস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালানো হয়। এতে গুরুতর আহত নুর আহম্মদ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

মামলার তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় এবং ২০০৪ সালের ২২ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেয়। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত থাকায় তাদের কারাগারে পাঠানো হয়, আর পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।


তথ্যসূত্র
https://tinyurl.com/f85f8k5r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৫ম সপ্তাহ, জানুয়ারি ২০২৬ ||
পরবর্তী নিবন্ধসাতক্ষীরায় হেলমেট না থাকায় টহলরত সেনাবাহিনীর মারধরে যুবকের মৃত্যু!