
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাশিয়া এলাকায় সেনাবাহিনীর টহল দলের সদস্যদের মারধরে ইসমাইল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল হোসেন আনুলিয়া ইউনিয়নের চেউটিয়া কাকবাশিয়া জেলেখালি এলাকার বাসিন্দা এবং মহিরউদ্দীন সানার ছেলে।
দৈনিক যুগান্তর এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাকবাশিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসমাইল হোসেন তার দুই বন্ধুসহ একটি মোটরসাইকেলে করে কাকবাশিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা হেলমেটবিহীন অবস্থায় বাজারসংলগ্ন এলাকায় পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দলের মুখোমুখি হয়। এ সময় সেনাসদস্যরা মোটরসাইকেলটির গতিরোধ করে ইসমাইল হোসেনকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই সেনাবাহিনীর টহল দলটি এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান সাংবাদিকদের জানায়, ঘটনাস্থলে একজন যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তথ্যসূত্র:
১। হেলমেট না থাকায় ‘সেনাসদস্যের মারধরে’ যুবকের মৃত্যু!
– https://tinyurl.com/8zzubmhd


