বিহারে ছোটখাটো বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী মুসলিম তরুণকে পিটিয়ে হত্যা করল একদল উগ্র হিন্দু

0
0

ভারতে বিহার রাজ্যের কাটিহার জেলার হাপলা এলাকায় ১৫ বছর বয়সী এক আদিবাসী মুসলিম তরুণকে পিটিয়ে হত্যা করেছে একদল উগ্র হিন্দু। ভুক্তভোগী তরুণ ছেলেটির নাম মোহাম্মদ মানজার। একটি বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া ছোটখাটো তর্ক-বিতর্ক থেকে এই নৃশংস ঘটনা ঘটে।

গত ২৬ জানুয়ারি সংঘটিত এই লোমহর্ষক ঘটনায় হাপলা এলাকায় শোক ও উত্তেজনা সৃষ্টি হয়।

সূত্রমতে, ছোটখাটো একটি মোটরসাইকেল দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে বিবাদ শুরু হয়। তর্ক চলাকালীন একদল উগ্র হিন্দু যুবক মুসলিম ছেলেটিকে লাঞ্ছিত ও মারধর করে, এর ফলে ছেলেটি গুরুতরভাবে আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

সংশ্লিষ্ট থানার এসআই পুলিশ তাবরেজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, এই ঘটনায় চিতাবাড়ী থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

উক্ত মামলায় নীতিশ কুমার, পাতিল কুমার যাদব, সুজিত কুমার যাদব, ভিকি কুমার যাদব, মুন্না কুমার যাদব ও রাজু কুমার যাদবসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

এখন পর্যন্ত দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য যে, ভারতে বিচার বহির্ভূত এরূপ মবের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর পেছনে হিদুত্ববাদী প্রশাসনের মদদ এবং সুষ্ঠু বিচার প্রক্রিয়ার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকগণ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mwxcew9m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভোলায় দলীয় কর্মীকে হামলার ঘটনায় জামায়াত–চরমোনাইয়ের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন