মুঘল সম্রাট বাবরের নামে তৈরি দিল্লির বাবর রোডের নাম পরিবর্তনের দাবিতে সম্রাট বাবরের নামের উপর কালি লেপে দিয়েছে সন্ত্রাসী হিন্দু সংগঠন ‘হিন্দু সেনা’। বাবরের পরিবর্তে কোনও ‘ভারতীয় মহাপুরুষ’-এর নামে ওই রাস্তার নামকরণের দাবি তুলে ঐ উগ্র হিন্দুরা।
মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবরের নামে দিল্লির ওই রাস্তার নাম বাবর রোড। শনিবার সকালে সেখানে হাজির হয় সন্ত্রাসী হিন্দু সংগঠন ‘হিন্দু সেনা’-এর একদল সন্ত্রাসী হিন্দু কর্মী। পরে হিন্দি, ইংরেজি, উর্দু, সাইনবোর্ডে যে যে ভাষায় বাবরের নাম উল্লেখ ছিল, উগ্র হিন্দুরা কালি লেপে তা ঢেকে দেয় বলে জানায় বার্তাসংস্থা ‘আনন্দবাজার পত্রিকা’।
তবে এবারই প্রথম নয়। এর আগেও মুসলিমবিদ্বেষী উগ্র হিন্দুরা ভারতের বিভিন্ন জায়গা থেকে ইসলামী নাম মুছে ফেলার চেষ্টা করেছে। এর আগে, আরেকটি রাস্তার সাইনবোর্ডে ‘মহারানা প্রতাপ রোড’লিখে পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছিল। যদিও কেউ দায় নেয়নি সেইসময়। ২০১৫ সালে আওরঙ্গজেব-এঁর নামে তৈরি আওরঙ্গজেব রোডের নামও পাল্টে দেওয়া হয়।