কচু ছাড়া সব কিছুতেই ফরমালিন, খাদ্যে ভেজালকারীকেও গণপিটুনি দিতে হবে : রাষ্ট্রপতি

1
928
কচু ছাড়া সব কিছুতেই ফরমালিন, খাদ্যে ভেজালকারীকেও গণপিটুনি দিতে হবে : রাষ্ট্রপতি

কচু ছাড়া সব কিছুতেই ফরমালিন উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছে, নির্ভেজাল খাবার দুষ্প্রাপ্য হয়ে গেছে, কচু ছাড়া সব কিছুতেই ফরমালিন। খাদ্য ভেজালের কারণে ক্যান্সারসহ জটিল রোগ হচ্ছে। কিছু মানুষ দানব হয়ে যাচ্ছে। এ থেকে মানুষকে ফেরাতে হবে।

আব্দুল হামিদ ক্ষোভ প্রকাশ করে বলেছে, আগে শুধু পকেট মারলেই গণপিটুনি দেয়া হতো, এখন খাদ্যে ভেজালকারী মানুষকেও গণপিটুনি দিতে হবে। মানুষকে এ পথ থেকে ফেরাতে হবে। নইলে জাতি হিসেবে আমরা পঙ্গু হয়ে যাবো।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পঞ্চম সমাবর্তনে যোগ দিয়ে রোববার বিকেলে এসব কথা বলে রাষ্ট্রপতি আবদুল হামিদ।

১টি মন্তব্য

Leave a Reply to Ifeai প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের হেবরনে নতুন করে বসতির পরিকল্পনা ইহুদীবাদী সন্ত্রাসী ইসরাইলের
পরবর্তী নিবন্ধচবিতে সন্ত্রাসী ছাত্রলীগের দু’পক্ষে ধাওয়া পাল্টা-ধাওয়া, আহত ৭